গুরিত্বপূর্ণ প্রকল্প সমূহ | নাম |
১।প্রকল্প শুরু ও সময়কালঃ- ২০০৯ইং ।
ক) এনএটিপি প্রকল্পঃ- সি।আইজি ৩৬ জন ,মোট সদস্যদের সংখ্যা সর্বমোট=
৭২০ জন । সদস্যদের বিভিন্ন প্যাকেজে প্রশিক্ষণ, উপকরণ সমাগ্রী প্রদান করে আর্থিক
উন্নয়নের জন্য ১২ জন সিল ১২টি ইউনিয়নে সবর্দা নিয়োজিত আছেন ।
২। প্রকল্প শুরু ও সময়কালঃ- ২০০৮ ইং ।
খ) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এন্ড রেস্পন্স প্রজেক্টঃ-
( AIPRP) অতিঃ ভেটেরিনারী সার্জন (১জন)ও ৪জন (AIW) ওয়ার্কার নিয়োজিত ।
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিবারণ কল্পে হাঁস-মুরগী খামারীদের রোগবালাই হতে রক্ষা পাওয়ার জন্য প্রতিষেধক টিকা প্রদান, প্রশিক্ষণ,বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ ,পূর্নবার্সন ও উপকরন বিতরন করা হয়েছে। নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগন সার্বক্ষনিক ভাবে (এআই) নিরোধ কল্পে সেবা দিয়ে দিয়ে যাচ্ছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস